স্টাফ রিপোর্টার:
নওগাঁ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ একই সঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলায় নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ (নামা শেরপুর) মহল্লায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- আরজি-নওগাঁ (নামা শেরপুর) এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা খাতুন (৮), আনোয়ার হোসেনের মেয়ে আয়েশা খাতুন ওরফে আশা (১০)।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে একইসাথে ওই চার শিশু খেলছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে ওই শিশুরা বাড়িতে ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুরের পানিতে জাল দিয়ে খোঁজার সময় পরপর ওই চারটি শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। পুকুরের পানি থেকে উদ্ধারের পর ওই শিশুদের নওগাঁ সদর হাসাপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক চারটি শিশুকেই মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সেরা টিভি/আকিব