স্টাফ রিপোর্টার:
প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে সিইও জুবায়ের সিদ্দিককে খুলনা শহর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে আদিয়ান মার্টের চুয়াডাঙ্গা কার্যালয় থেকে ম্যানেজার মিনারুল ইসলাম, সিইও এর বাবা আবু বকর সিদ্দিক ও ছোট ভাই রতন সিদ্দিককে রাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে স্বল্পমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করার লোভ দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। এমন বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ওই কোম্পানির সম্পর্কে অনুসন্ধান শুরু করে র্যাব। অভিযোগের সত্যতা পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান বলেন, এক ব্যক্তির কাছ থেকে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ সম্পর্কে তদন্ত করা হয়। এরপর গত রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়। আজই তাদেরকে আদালতে তোলা হবে।
সেরা টিভি/আকিব