অনলাইন ডেস্ক:
একসময়ের জনপ্রিয় নায়ক আলমগীরকে নিয়ে আবারও ছড়ানো হলো ভুয়া খবর। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই ছড়িয়ে পড়ে, তিনি নাকি মারা গেছেন। একটি বেনামি ফেসবুক পেজ থেকে এই খবর ঝড়ানো হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কাট কপি পেস্ট করে বেশ কিছু সামাজিক মাধ্যম অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে দেয়।
বাবাকে নিয়ে ছড়ানো এই খবর চোখ এড়ায়নি মেয়ে আঁখি আলমগীরের। খবরটি দেখামাত্রই তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গায়িকা লেখেন, ‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন। মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।’
সেরা টিভি/আকিব