স্টাফ রিপোর্টার:
ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মজিবর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই রুল জারি করে। ইভ্যালি, ই-অরেঞ্জসহ ই-কমার্স প্রতিষ্ঠানের ৩০ হাজার গ্রাহকের টাকা গেটওয়েতে আটকে আছে। নগদ, বিকাশের মতো অনলাইনগুলোতে টাকা আটকে আছে। এসব টাকা ফেরত চেয়ে ৩৪৮ ভুক্তভোগী গ্রাহক হাইকোর্টে রিট করেন। ই-কমার্স প্রতিষ্ঠানে টাকা জমা না হয়ে টাকাটা তৃতীয় পক্ষের কাছে আটকে থাকায় কোনো পক্ষই সুবিধা নিতে পারছে না। তাই টাকা গ্রাহকদের ফেরত দিতে রিটে আবেদন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, নগদ, বিকাশ, এসএসএল, ফস্টারপে, সূর্যপে’কে রিটে বিবাদী করা হয়েছে।
সেরা টিভি/আকিব