স্পোর্টস ডেস্ক:
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সোমবার দিনের একমাত্র ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ ইংল্যান্ড ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে আসরের হটফেভারিট ইংলিশরা। অন্যদিকে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা।
জয়ের সংখ্যাটা বাড়াতে মরিয়া হয়ে খেলবে আজ শ্রীলঙ্কা। আর শতভাগ জয়ের ধারা ধরে রাখতে চায় ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের দল। সন্দেহ নেই জমজমাট আর উপভোগ্য এক ক্রিকেট লড়াই অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য।
বাংলাদেশকে হারালেও অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। শেষ চারের পথ অনেকটাই কঠিন পেরেরাদের কাছে। দুটো ম্যাচই এখন ডু অর ডাই। আজ ইংল্যান্ডকে হারালে সেমিফাইনালের আশাও জিইয়ে রাখবে লঙ্কাবাহিনী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলেও শেষ মুহূর্তে হারতে হয়েছে হাসারাঙ্গাদের। থিকসানার পরিবর্তে আকিলা ধনঞ্জয়কে আজ খেলাতে পারে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে ১২ বারের মুখোমুখি সাক্ষাতে ৮-৪ এগিয়ে ইংল্যান্ড। শেষ ৬টা ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। এমনকি শেষবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে ৩-১ এগিয়ে ইংরেজরা। ২০১২ বিশ্বকাপে একমাত্র ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা।
সেরা টিভি/আকিব