সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ভিন্ন ধারার গল্পে নির্মিত শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান’ নজর কেড়েছে বেশ। সম্প্রতি টেলিভিশনে প্রচারের পর ইউটিউবেও সাড়া ফেলেছে ‘অ্যা হ্যাপি ম্যান।’ খায়রুল বাশার ও চমক অভিনীত শর্টফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মজার ব্যাপার হচ্ছে পুরো শর্টফিল্মটিই ধারণ করা হয়েছে স্মার্টফোনে! পরিচালক ভিকি জাহেদ জানান, চ্যালেঞ্জিং বেশকিছু চিত্র ধারণ করা হয়েছে স্মার্টফোনে, যা প্রচলিত ভিডিও ক্যামেরাতে নেয়া বেশ কষ্টসাধ্য হতো। ‘অ্যা হ্যাপি ম্যান’ এর চিত্র ধারণে পরিচালক ব্যবহার করেছেন বাজারে সদ্য আসা স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো ৫জি। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় পাঁচটি টিভি চ্যানেলসহ ভিভোর অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার হয়েছে ‘অ্যা হ্যাপি ম্যান।’
এতে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং ২০১৬ এর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ রুকাইয়া জাহান চমক। শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শর্টফিল্মটির পরিচালক ভিকি জাহেদ বলেন, আমার অভিজ্ঞতাটা বেশ মজার ছিল। সাধারণত মোবাইল ফোন দিয়ে ফিকশন বা শর্ট ফিল্ম বানানোর সুযোগ হয় না। এবার তা হয়েছে। নতুন যারা নির্মাতা রয়েছেন তারাও বিষয়টি লুফে নিতে পারেন।
সেরা টিভি/আকিব