স্টাফ রিপোর্টার:
আগামীকাল বুধবার থেকে ফের শুরু হচ্ছে টিসিবির নিত্যপণ্য বিক্রির কার্যক্রম ট্রাকসেল।
৩ নভেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন ছাড়া চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। টিসিবির ট্রাকসেলে চিনি পাওয়া যাবে ৫৫ টাকা কেজিতে, মশুর ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে। আর সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা। একজন গ্রাহক চিনি, ডাল এবং সয়াবিন তেল নিতে পারবেন সর্বোচ্চ ২ কেজি এবং পেঁয়াজ ২ থেকে ৫ কেজি পর্যন্ত। মঙ্গলবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
তবে, এ দফায় টিসিবির এক লিটার সয়াবিন তেল কিনতে গ্রাহকদের ১০০ টাকার বদলে ১১০ টাকা গুনতে হবে। এক কেজি মশুর ডাল ৫৫ টাকার পরিবর্তে ৬০ টাকায় কিনতে হবে। কিন্তু, চিনি ও পেঁয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
সারা দেশে মহানগরী, জেলা ও উপজেলায় ৪০০-৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। হিসাব-নিকাশ করার জন্য সোমবার থেকে পণ্য বিক্রি বন্ধ রেখেছিলো ট্রেডিং করপোরেশন বাংলাদেশ-টিসিবি।
সেরা টিভি/আকিব