স্টাফ রিপোর্টার:
গত ২৪ দিনে দুই দফায় রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুই দফায় ১২ কেজির সিডিলন্ডারপ্রতি দাম বাড়ানো হয়েছে মোট ২৮০ টাকা। সবশেষ আজ গ্রাহক পর্যায়ে কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা থেকে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কেজিতে সাড়ে ৪ টাকা হারে বাড়িয়ে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বিইআরসি।
মাত্র তিন সপ্তাহ আগেই এলপিজির দাম বাড়ায় সরকার। গত ১০ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল মূসকসহ ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৩৩ টাকা থেকে ২২৬ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৯ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ এ হিসেবে তিন সপ্তাহে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হলো ২৮০ টাকা।
তার আগে গত ২৯ জুলাই ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়। আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হয়।
সেরা টিভি/আকিব