সেরা টেক ডেস্ক:
ছবি ও ভিডিওয়ে চেহারা শনাক্তকরণে ব্যবহৃত ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার বন্ধ করার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার পাশাপাশি এই সফটওয়্যারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, বর্ণবাদী আচরণ ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীদের ওপর প্রভাব নিয়ে এই সফটওয়্যার তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে আসছে। তবে নীতি নির্ধারকরা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নীতিমালা নির্ধারণ করেনি বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপ ব্যবহারকারীরা কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সেই ছবিতে থাকা মানুষের চেহারা স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ হয়ে যায়। তবে ছবিতে মুখ স্ক্যান ও ট্যাগ হওয়া বা না হওয়ার অপশন বেছে নিতে পারেন ব্যবহারকারীরা।
এ ব্যাপারে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোমি পেসেন্টি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, এই চলমান অনিশ্চয়তার মধ্যে ফেসিয়াল রিকগনিশনের ব্যবহার কমিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত। ফেসবুক যেভাবে ব্যবহারকারীদের ছবি স্ক্যান ও ট্যাগ করে তা নিয়ে বিতর্ক রয়েছে। গত বছরেই দীর্ঘদিন আইনি জটিলতা চলার পর এই বিষয়টি সুহারা করে ফেসবুক।
সেরা টিভি/আকিব