অনলাইন ডেস্ক:
চলছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। চারিদিকে এই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। যদিও বাংলাদেশ দলের ধারাবাহিক বিপর্যয়ে সেই উচ্ছ্বাসে খানিক ছেদ পড়েছে। এর মধ্যে বরিশালের বাকেরগঞ্জের এক অজপাড়াগাঁয়ে ধরা দিলো টিম ওয়েস্ট ইন্ডিজ!
গেইলদের জার্সির আদলে অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, কমেডিয়ান সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। মূলত, পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন একক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। আর এ জন্যই এত আয়োজন।
কয়েক দিন ধরে এ নাটকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার কিছু শুটিংয়ের। কিছু নাটকটির পোস্টার। এতে কোচ হিসেবে আছেন ওয়ালীউল হক রুমী। তবে নাটকের গল্প নিয়ে পরিচালক এখনো মুখ খোলেননি। অনুমান করা হচ্ছে একটি কমেডিনির্ভর কোনো গল্পই হতে চলেছে।
পরিচালক মাইদুল রাকিব জানান, গল্পের প্রয়োজনেই অভিনেতাদের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্লেয়ারদের সাজে দেখা যাবে। নাটকটি নিয়ে নেটিজেনদের মনেও বেশ কৌতূহল তৈরি হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি দেখতে পাবেন দর্শক।
সেরা টিভি/আকিব