লাইফস্টাইল ডেস্ক:
তেজপাতা একটি সুগন্ধিযুক্ত ঔষধি পাতা। স্যুপ, পায়েস, পোলাও ও অন্যান্য সিদ্ধ জাতীয় খাবারে সুগন্ধ যোগ করতে এ পাতা ব্যবহার করা হয়। প্রাচীন গ্রীকে ঐতিহ্যগত ওষুধ তৈরিতে তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। খাদ্য বাদেও এই তেজপাতা দিয়ে নিজের চুলের যত্নও নেওয়া যায়। চুলের যে কোনও সমস্যা দিন কয়েকে কমিয়ে দিতে পারে তেজপাতা।
চুলে কী ভাবে ব্যবহার করবেন তেজপাতা?
কয়েকটি তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। তার পর তেজপাতা-সহ পানি মিনিট দশেক ঠান্ডা করে নিন। এর পরে ছেঁকে নিন পানিটা। নিয়মিত এই পানি দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন।
অন্য ভাবেও ব্যবহার করা যায় তেজপাতা। এই পাতা গুঁড়া করে নিতে পারেন। সেই গুঁড়া মিশিয়ে নিতে পারেন টক দইয়ের সঙ্গে। ব্যস, তৈরি হয়ে গেল আপনার চুলের প্যাক। এই প্যাক ফ্রিজে রেখে দিন। রোজ গোসল করার আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রেখে দিতে হবে। তার পরে শ্যাম্পু করে নিতে হবে।
কী হবে এ ভাবে মাথায় তেজপাতা ব্যবহার করলে?
নিয়মিত এ ভাবে তেজপাতা লাগালে মাথায় খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি, চুলে খসখসে ভাব থাকলেও চলে যাবে সমস্যা। চুল হবে নরম। বাড়বে জেল্লা।
সেরা টিভি/আকিব