স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহণ বন্ধ। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ছুটির দিন হলেও শুক্রবারে বিভিন্ন সরকারি পরীক্ষা ও পূর্ব নির্ধারিত পরীক্ষা থাকায় শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। পরিবহণ শ্রমিকরা বলছেন, বাড়তি মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চলবে।
ভোর থেকেই বন্ধ গণপরিবহণ। দূরপাল্লার যাত্রীরা আগে থেকে জানতে না পারায় ভোগান্তির শেষ নেই। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি অনিশ্চয়তায় থেকে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন।
এক যাত্রী বলেন, ভোর রাতে ঢাকায় এসেছি। এখন যেতে হবে ময়মনসিংহে। কিন্তু কীভাবে যাবো?
এক নারী বলেন, যেতে পারতাম ৫০০ টাকা দিয়ে। এখন যেতে হচ্ছে ৩ হাজার টাকায়। যেতে পারচিনা খুবই কষ্ট।
দুর্ভোগের শিকার আরো এক যাত্রী বলেন, গাবতলী থেকে মানিকগঞ্জ যেতে সিএনজি অটোরিকশায় লঅগে ৮০ টাকা। এখন আমাকে দিতে হচ্ছে ১৫শ’ টাকা। প্রতিজনের জন্য ৫০০ টাকা করে।
এদিকে, আজ শুক্রবার সরকারি ও বেসরকারি চাকরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাসহ মোট ২৬টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিবহণ বন্ধ থাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। রাস্তায় বাস না থাকায় রিকশা ও অটোরিকশাতে করেই যেতে হচ্ছে তাদের।
এক নারী পরীক্ষার্থী বলেন, এটা একটা ভোগান্তি না। যারা পরীক্ষার্থী আছে তারা তো অনেক টেনশনে আছে। আমি না হয় কাছ তেকে এসেছি কিন্তু যারা দূরে থাকে, ঢাকার বাইরে থেকে এসেছে তাদের জন্য তো এটা চরম ভোগান্তি।
আরো এক পরীক্ষার্থী বলেন, আমি তো বাস দিয়েই আসতাম তাহলে ভাড়া কম লাগতো। কিন্ত এখন তো সিএনজি অটোরিকশাতে আসতে হয়েছে। ডাবল টাকা লেগেছে।
অভিযোগের সুরে আরো একজন জানান, ৫শ’ টাকার বাড়া ৭শ’ টাকা দিয়ে এসেছি। আমাদের আবার যেতে হবে বরগুনার পাথরঘাটায়। এখানে আবার দুইদিন হোটেলে থাকতে হয় কি-না কে জানে?
কেউ কেউ মাঝপথে এসে জানতে পেরেছেন ধর্মঘটের কথা। এক তরুণ বলেন, আগে থেকে জানতাম না। বাসস্ট্যান্ডে এসে জানতে পারলাম। এখন খোঁজ করছি কোন বাস সাভার যাবে।
এক ব্যক্তি বলেন, জানতাম খুলনা থেকে বন্ধ। কিন্তু ঢাকা থেকে বন্ধ এটা জানতাম না। জানতে বাসা থেকে বের হতাম না। এক চাকুরিজীবি জানান, ফার্মগেট থেকে মহাখালী আসার উদ্দেশ্যে বিআরটিসি বাসে উঠলে তার কাছে ৫০ টাকা ভাড়া দাবি করা হয়। পরবর্তীতে যাত্রীদের সঙ্গে বাসের চালক ও হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এদিক, বর্ধিত দামের সাথে চলমান ভাড়া সমন্বয় না করলে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পরিবহণ মালিক-শ্রমিকরা।
সেরা টিভি/আকিব