অনলাইন ডেস্ক:
মাদক মামলায় আটক হয়ে প্রায় এক মাস মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর এই দুঃসময়ে বলিউডের এই সুপারস্টারের পাশে এসে দাঁড়িয়েছিল বন্ধু, সহকর্মী থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের অনেকেই।
এবার জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও খান পরিবারের কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন। গত ১৪ অক্টোবর রাহুল গান্ধীর লেখা ওই চিঠি মান্নাতে পৌঁছায়।
চিঠিতে রাহুল লিখেছিলেন, ‘সত্য বেশিদিন চাপা থাকে না তা প্রকাশ্যে আসবেই।’
রাহুল গান্ধী আরও লিখেছেন, “আমি জানি আপনি খুব দরদী মানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে রয়েছে। সেজন্যই সকলে আপনার পাশে রয়েছে।”
গত ২ অক্টোবর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি প্রমোদ তরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে আটক করে। এসময় আরিয়ানের থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হয়। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নাম্বার ধারায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে।
মাদক মামলায় গত ২৮ অক্টোবর তৃতীয় দফার শুনানির দিন বম্বে হাইকোর্ট আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেছেন। এরপর ৩০ অক্টোবর মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে নিজ বাড়িতে ফেরেন শাহরুখ পুত্র।
সেরা টিভি/আকিব