নতুন বিড়ম্বনায় মোদি - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নতুন বিড়ম্বনায় মোদি - Shera TV
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

নতুন বিড়ম্বনায় মোদি

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

দেশে হোক, বা বিদেশে- যে কোনও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হন। তাঁর শুভানুধ্যায়ী, গুণমুগ্ধেরা বলে থাকেন- এটা নাকি মোদির ‘আলিঙ্গন-কূটনীতি’। করোনাভাইরাস মহামারিকালে সেই ‘আলিঙ্গন’ই প্রশ্নের মুখে পড়েছে। সদ্যসমাপ্ত জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর আলিঙ্গনে দৃশ্যতই ‘অস্বস্তি’তে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বিষয়টি আন্তর্জাতিক মিডিয়ার নজর এড়ায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম জলবায়ু সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

কী করেছেন মোদি? ভিডিও-তে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রথমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলছেন তিনি। মোদির মুখে মাস্ক নেই। বরিস তার দিকে কনুই এগিয়ে দেন। দুইজনে কনুই লাগিয়ে একে অপরকে সম্ভাষণ করেন। খানিক দূরে দাঁড়িয়ে ছিলেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। দুই রাষ্ট্রপ্রধানের দিকে তিনি এগিয়ে আসতেই মোদি গুতেরেসের একেবারে সামনে চলে যান। তাকে জড়িয়ে ধরেন। কিন্তু গুতেরেস অস্বস্তিতে পড়ে যান।

জলবায়ু সম্মেলনের মঞ্চে এই দৃশ্যই বিতর্ক তৈরি করেছে। প্রশ্ন উঠছে, করোনাবিধি ভেঙে কেন মাস্কহীন মোদি গুতেরেসকে আলিঙ্গন করলেন? তিনি কি সামাজিক দূরত্বের কথা ভুলে গেছেন?

ভারতীয় কূটনীতিক এবং রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলেন, নরেন্দ্র মোদির অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র আলিঙ্গন কূটনীতি। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় তিনি বিশ্ব নেতাদের আলিঙ্গন করেছেন। দুই দেশের কূটনৈতিক দূরত্ব কমানোর চেষ্টা করেছেন প্রথম সম্ভাষণেই। করোনাকালের আগে পর্যন্ত মোদির এই কূটনীতি বেশ জনপ্রিয় ছিল। কিন্তু করোনাকালেও তিনি সেই একই কাজ করে যাচ্ছেন। এর আগে রোমে জি২০ সম্মেলনে গিয়েও তিনি একাধিক বিশ্বনেতাকে জড়িয়ে ধরেছেন। এমনকী পোপকেও। মোদি জানিয়েছেন, পোপকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন তিনি। গ্লাসগোয় এসেও সেই একই কাজ করে যাচ্ছেন তিনি। তবে গুতেরেসের ক্ষেত্রে বড়সড় ছন্দপতন হয়েছে। গুতেরাস যে তার আলিঙ্গন ভালো চোখে দেখেননি, তা শরীরীভাষাতেই স্পষ্ট।

চোখ এড়ায়নি সংবাদমাধ্যমেরও। যুক্তরাজ্যের একটি খবরের কাগজের হেডলাইন– ‘উষ্ণতা বাড়ছে! অস্বস্তিকর মুহূর্তে তৈরি হল যখন প্রধানমন্ত্রী মোদি নিবিড় ভাবে গুতেরেসকে আলিঙ্গন করতে গেলেন’। প্রশ্ন তোলা হয়েছে, গোটা বিশ্বে, বিশেষ করে যুক্তরাজ্যে ফের যখন করোনা বাড়ছে, তখন প্রধানমন্ত্রী মোদি কেন সামাজিক দূরত্ব মানছেন না।

প্রশ্ন উঠেছে ভারতেও। বিরোধী দল কংগ্রেসের প্রশ্ন, বারংবার টেলিভিশনের পর্দায় আবির্ভূত হন মোদি। করোনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মাস্ক পরার নির্দেশ দেন। সামাজিক দূরত্ব পালনের বিধান দেন। শুধু তা-ই নয়, এখনো দেশের বিভিন্ন শহরে মাস্ক না পরার জন্য পুলিশ জরিমানা করছে। অথচ প্রধানমন্ত্রী নিজে সেই বিধি পালন করছেন না!

বিজেপির এক শীর্ষ নেতৃত্ব অবশ্য ডয়চে ভেলেকে বলেছেন, বিশ্ব নেতারা বায়ো বলয়ের মধ্যে আছেন। তাই তারা মাস্ক না পরলেও কোনো ক্ষতি নেই। বিজ্ঞানীরা অবশ্য এই যুক্তির সঙ্গে সহমত নন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360