স্টাফ রিপোর্টার:
ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবিতে এবার লঞ্চ চলাচলও বন্ধ করে দিলেন মালিকেরা।
কোনও ঘোষণা না দিলেও দেশে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। শনিবার দুপুর থেকে সদরঘাট থেকে লঞ্চগুলো সরিয়ে নিতে দেখা যায়। সন্ধ্যে নাগাদ সদরঘাট এলাকা পুরোপুরি লঞ্চশূন্য হয়ে পড়ে।
ডিজেলের মূল্য বৃদ্ধির পর শতভাগ ভাড়া বাড়ানোর দাবিতে শনিবার দুপুর পর্যন্ত আলটিমেটাম ছিল লঞ্চ মালিকদের। দুপুরের পর কার্যত দেশে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চলমান পরিবহণ ধর্মঘট নতুন মাত্রা পেল।
এর আগে শুক্রবার থেকে বেসরকারি গণপরিবহণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।
লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, শনিবার দুপুরে সরকারকে দেয়া আল্টিমেটাম শেষ হয়ে যায়। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে মালিকরা সব জায়গায় লঞ্চ বন্ধ করে দিয়েছেন”।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম সাদেক জানিয়েছেন লঞ্চ মালিকদের সঙ্গে রবিবার তারা আলোচনা বসবেন।
সেরা টিভি/আকিব