আকিব মাহমুদ: জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা সাবার জন্মদিন আজ। ১৯৯৬ সালের ৭ নভেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে মায়ের ইচ্ছে বাংলাদেশ শিশু একাডেমীতে গান শিখলেও পাশাপাশি শিখেছেন অভিনয়, নাচ উপস্থাপনা ও আবৃতি। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্স পড়ছেন ইংরেজি সাহিত্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তবে মাধ্যমিকে থাকাকালীন বেসরকারি টেলিভিশন এনটিভির মার্ক অলরাউন্ডার প্রতিযোগীতায় চতুর্থ হয়ে তিনি প্রবেশ করেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে। তার প্রথম অ্যালবাম ‘অনলি সাবা’। বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে ‘পৃথিবী অনেক বড়’ গানটি বেশ সাড়া ফেলে। যা ইতিমধ্যে ইউটিউবে দেখা হয়েছে ২১ মিলিয়ন বার। এছাড়াও তিনি বেশকিছু মৌলিক গানেও কন্ঠ দিয়েছেন, অভিনয় করেছেন মিউজিক ভিডিওতেও। গত ঈদ উল আজহা উপলক্ষে মুক্তি পায় তার মৌলিক গান ‘সর্বনাশ’।
বিশেষ দিনে অসংখ্য অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। এমটি মেহেদি নামে একজন লিখেছেন ‘শুভ জন্মদিন আপু জীবনে তোমার মতো বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার সমস্ত ভালবাসা এবং প্রার্থনা তোমার জন্য আপু।আর লাইফে যা কিছুই ঘটুক না কেন, তোমাকে সার্পোট এবং পাশে থাকার জন্য সবসময় উপস্থিত থাকবো আপি।আগামী বছরগুলোতে সুখে কাটাও শুভ জন্মদিন প্রিয় বোনটি অনেক ভালোবাসি তোমায় আপু
গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব সাবা। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তার ফ্যান পেজে মতামত দিয়ে থাকেন। সাবরিনা সাবাকে তার ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রায় ৮৬ হাজার ভক্ত অনুসরন করেন, এছাড়া তার ফ্যান পেজে অনুসরনকারীর সংখ্যা ১.৩ মিলিয়নেরও বেশি।
সেরা টিভি/আকিব