স্টাফ রিপোর্টার: স্বপ্নের পদ্মা সেতুতে শুরু হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। আজ বুধবার সকালে সেতুর ৪০ নম্বর পিলার থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-এমবিইসি করছে কার্পেটিংয়ের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের। তিনি জানান, সেতুর সড়ক পথে প্রায় তিনশ মিটার পিচ ঢালাই হবে। কাজ শেষ করতে সময় লাগবে প্রায় চার মাস। পিচ ঢালাইয়ের পাশাপাশি আগামী মাসে সড়ক বাতির কাজও শুরু করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৯শে অক্টোবর থেকে পদ্মা সেতুর সড়কপথে পানি নিরোধক রাসায়নিকের স্তর তৈরির কাজ শুরু হয়। চার মিলিমিটার পুরুত্বের এ স্তরকে প্রকৌশলীরা ‘ওয়াটারপ্রুফ মেমব্রেন’ নামে অভিহিত করছেন।
ইংল্যান্ড ও ইতালি থেকে এ স্তর তৈরির জন্য রাসায়নিক আমদানি করা হয়।
সর্বশেষ পাওয়া তথ্যমতে পদ্মা সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির (এমবিইসি) সঙ্গে চুক্তি অনুসারে প্রথমে ২০১৮ সালের ডিসেম্বরে সেতুটি চালুর সময়সীমা ঠিক করা হয়েছিল। এরপর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ডিসেম্বরে চালুর ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু করতে চায় সরকার।
সেরা টিভি/আকিব