কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে নির্বাচনী কেন্দ্র দখল, নিহত ১ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে নির্বাচনী কেন্দ্র দখল, নিহত ১ - Shera TV
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে নির্বাচনী কেন্দ্র দখল, নিহত ১

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষনা দিয়ে নির্বাচনী কেন্দ্র দখল করার ঘটনা ঘটেছে। জেলার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে স্থানীয় মসজিদের ইমাম মসজিদের মাইকে ঘোষণা দেন, ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পর ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিলো। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের কাঁচের গ্লাস ভেঙে ফেলে। বর্তমানে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360