ডেস্ক রিপোর্ট:
আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।
খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি। এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেয়ার পর ৭ই নভেম্বর (রবিবার) সন্ধ্যায় হাসপাতালের ছাড়পত্র নিয়ে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাতে তার বাসার সামনে ভিড় করেন নেতাকর্মীরা।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান। মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
সেরা টিভি/আকিব