টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল আজ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল আজ - Shera TV
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল আজ

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল আজ। এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সমীকরণে, এর আগে টি-টোয়েন্টির ছয় বিশ্ব আসরে একবারও শিরোপা ছুয়ে দেখা হয়নি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের। ২০১০ এ যদিওবা ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে অজিদের, কিন্তু কিউইরা এবারই প্রথম।

ফাইনালের আগে ব্ল্যাকক্যাপ শিবিরে রয়েছে দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। সেমি ফাইনালে আউট হবার পর ব্যাটে ঘুষি মেরে আঙুল ভেঙেছেন এই কিউই কিপার। তার জায়গায় খেলার সুযোগ আছে টিম সেইফার্টের। সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না অল রাউন্ডার মার্ক চ্যাপম্যানেরও। এমনটা হলে উইকেটের পিছনে দাড়াতে পারেন গ্লেন ফিলিপস।

এদিকে ফুল স্ট্রেন্থ নিয়েই আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া।

পরিসংখ্যান বলছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মোট ১৪টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে জয়ের পরিসংখ্যানে এগিয়ে অজিরাই। তারা জিতেছে ৯টি ম্যাচ। কিউইরা জিতেছে ৫টিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হওয়া দুই দলের মধ্যে একমাত্র ম্যাচটিতে ব্ল্যাকক্যাপসদের জয় হয়েছিল। তবে টি-টোয়েন্টি পরিসংখ্যান হিসেবে খুব একটা মিলে না। চার-ছক্কাই বদলে দেয় ভাগ্য।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360