স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা কাটিয়ে অবশেষে আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার ১শ’ ১৩ জন শিক্ষার্থী। সকাল ১০টা থেকে সারা দেশের ৩ হাজার ৬শ’ ৭৯টি কেন্দ্রে চলবে পরীক্ষা।
এ বছর সংশোধিত ও পুনর্বিন্যস্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময় কমিয়ে করা হয়েছে দেড় ঘণ্টা। শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যথাসময়ে এই পরীক্ষার আয়োজন করতে পারেনি শিক্ষা বোর্ডগুলো।
গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩শ’ ৩৪ জন। প্রতিষ্ঠান বেড়েছে ১শ’ ৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১শ’ ৬৭টি। এসএসসি পরীক্ষা শেষ হবে ২৩শে নভেম্বর।
এর আগে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা নেয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে।
সেরা টিভি/আকিব