স্টাফ রিপোর্টার: কৃষক হত্যা মামলায় জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় কৃষক হাসান হত্যা মামলায় এই রায় দেয় আদালত।
এছাড়া ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন— সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম লেবু, আবদুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব ওরফে গাওরা। তাদের বাড়ি পলাশবাড়ী উপজেলায়।
সেরা টিভি/আকিব