স্টাফ রিপোর্টার:
রাজধানীতে গণপরিবহনে হাফ ভাড়া নেওয়ার দাবিতে নিউমার্কেট ও সাইন্সল্যাবে বাস ভাঙচুর করেছে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুরে সাইন্সল্যাব রোড়ে প্রায় ৫-৭টি বাস ভাঙচুর করে তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে। ভাড়া বৃদ্ধির সাথে তো হাফ পাশের সম্পর্ক নেই। কিছু কিছু বাস হাফ পাস নেয়। কিছু বাস নেয় না।
গত ১৮ নভেম্বর হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওইদিন হাফ ভাড়া বাস্তবায়নে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
সেরা টিভি/আকিব