স্টাফ রিপোর্টার:
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে সারা দেশে গণঅনশন কর্মসূচি চলছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে বন্দি আছেন। তিনি অত্যন্ত অসুস্থ এবং তার অবস্থা গুরুতর। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। খালেদা জিয়ার পরিবার বিদেশে তার চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রধান এখনো অনুমতি দিচ্ছেন না।
আজ শনিবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৮টার দিকেই বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে বসে পড়েন। মহাসচিব নেতাকর্মীদের শান্তিপুর্নভাবে চারটা পর্যন্ত কর্মসূচি পালনের আহ্বান জানান। এদিকে, খুলনায় দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। এসময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয় বলেও জানান বিএনপি নেতারা।
রাজশাহীতে মহানগর বিএনপির আয়োজনে নগরীর ভুবনমোহন পার্কে গণঅনশন কর্মসূচী চলছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, চট্টগ্রামসহ সারা দেশেই গণ-অনশন কর্মসূচী পালন করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সেরা টিভি/আকিব