স্টাফ রিপোর্টার:
রাজধানীর শাহবাগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদ বাবুকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সকালে মামলা এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার। গতকাল শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমে হঠাৎ হামলা চালায় নাজিম ও তার চার সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা।
দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপার মার্কেটের চতুর্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুলিশের সামনেই আবারো মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ।
এ হামলার ঘটনায় শনিবার (২০ নভেম্বর) রাতে ডিএমপির শাহবাগ থানায় রিশাদ হুদা বাদী হয়ে নাজিম আহম্মেদকে প্রধান আসামি করে এবং তানভীর, ইউসুফ, ইকবাল ও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।
সেরা টিভি/আকিব