স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ঘরের মাঠে শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ওয়াটফোর্ড। এই ম্যাচে ম্যানইউ চারটি গোল হজম করেছে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ওয়াটফোর্ড। ২৮তম মিনিটে জোসোয়া কিং এবং ৪৪তম মিনিটে ইসমাইলা সারি গোল করেন।
বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে বদলি হয়ে নামা ভ্যান ডি বেক ম্যানইউর হয়ে একটি গোল পরিশোধ করেন। ৬৯তম মিনিটে ম্যানইউর অধিনায়ক হ্যারি মাগুইরে লাল কার্ড দেখেন। ম্যাচের যোগ করা সময়ে আরো দুটি গোল করে শেষ পর্যন্ত ম্যানইউর বিপক্ষে গোলের হালি পূর্ণ করে স্বাগতিকরা। ৯২তম মিনিটে পেড্রো এবং ৯৬ তম মিনিটে বুনাভেনটার গোল করে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের ১৬ নম্বরে উঠে এসছে ওয়াটফোর্ড। তাদের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে, ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানইউ।
সেরা টিভি/আকিব