স্টাফ রিপোর্টার:
বাসে নারী হয়রানির প্রতিবাদ ও অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম বদরুন্নেসা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বাসচালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে তারা। আজ রবিবার সকালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাজধানীর একটি বাসে অর্ধেক ভাড়া নেয়ার জন্য অনুরোধ করলে বাস কর্তৃপক্ষ শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করে। এ সময় তাকে নানাভাবে হয়রানি করা হয়। এর প্রতিবাদে এবং অর্ধেক ভাড়ার দাবিতে সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
অভিযোগকারী ওই ছাত্রী জানান, তিনি কলেজে যাওয়ার উদ্ধেশ্যে শনিরআখড়া থেকে ঠিকানা পরিবহনের বাসে উঠে। সেখান থেকে কলেজের ভাড়া ১০টাকা। কিন্তু তার কাছ থেকে ১৫ টাকা ভাড়া রাখা হলে তিনি নিজেকে স্টুডেন্ট বলে ১০ টাকা ফেরত চাইলে হেলপার তার সাথে খারাপ ভাষায় কথা বলেন এবং নামার সময়ে তাকে ৫ টাকা দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের হুমকি দেন। যা প্রকাশযোগ্য নয়। বাসটি চলন্ত অবস্থায় থাকায় বাসটির নম্বর মনে রাখতে পারিনি। প্রতিদিন তাদের এমন ভোগান্তিতে পড়তে হয় এবং বাসগুলো তাদের তুলতে চায় না।
শিক্ষার্থীদের অবরোধের কারণে চানখারপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষাবোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সেরা টিভি/আকিব