হোমে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হোমে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ - Shera TV
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

হোমে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৩য় ও শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। হোমে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জের সামনে টিম টাইগার্স।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা পাকিস্তানের টার্গেট ৩-০’তে সিরিজ শেষের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ভরাডুবির পর দল নিয়ে নিরীক্ষা বিসিবির। ইনজুরিতে সাকিব, মুশফিকের শুণ্যতা; শর্টারফরমেট ক্রিকেটের ৩য় সেরা দলের বিপক্ষে মুশফিক, সৌম্য, লিটনদের বাদ দিয়ে তরুনদের যাচাইয়ের পরীক্ষায় ফেল টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ হাতছাড়া বাংলাদেশে।

এ পযন্ত টাইগারদের সাথে ১৪ বারের দেখায় ১২ ম্যাচেই জয় পাকিস্তানের। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারানো টাইগাররা এবার হোমে নাস্তানাবুদ বাবর আজমদের কাছে। অন্ততপক্ষে শেষ ম্যাচটা জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে রেহাই পেতে চাইবে মাহমুদুল্লাহর দল।

চলতি মাসেই শেষ হওয়া টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপের গ্রুপ স্টেইজে আনবিটেন পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্স করা সহজ নয় মোটেও। যেখানে ইউএইর মাঠে পয়েন্টের খাতায় নাম ওঠেনি টাইগারদের। এবার ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের নামটাও বাদ পড়ার পালা। শেষ টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ ইনজুরিতে দলের দুই মারকুটে পেসার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। শেষ টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসাইন ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

সাইড বেঞ্চে থাকা ইয়াসির আলি, আকবর আলী, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও শামীম হোসাইনের যেকেউ যোগ হতে পারেন টাইগারদের শেষ টি-২০ একাদশে।

সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে হাসান আলীকে বিশ্রামে রেখে খেলানো হবে শাহিন শাহ আফ্রিদীকে। মোহাম্মদ ওয়াসিমের পরিবর্তে পাকিস্তান সুপার লিগ সেনসেশান শাহনেওয়াজ দাহানির খেলার সম্ভাবনা জোরালো। একাদশে থাকতে পারেন উসমান কাদির ও ইফতেখার আহমেদও।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360