স্টাফ রিপোর্টার:
দুই দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে তারা ওই কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞাপন দিয়ে অর্ধেক ভাড়া নিশ্চিত করা। এবং নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা করা। এসময় বক্তারা বলেন, গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা। তাছাড়া গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানাভাবে হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি না মানা হলে ২৫ তারিখ সকালে আবারও নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা।
সেরা টিভি/আকিব