অনলাইন ডেস্ক:
যখন জীবিত ছিলেন, তখন বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি। মাদক আর নারীঘনিত বিতর্ক কম জ্বালাতন করেনি তাকে। ডিয়েগো ম্যারাডোনা এখন পরলোকের বাসিন্দা। কিন্তু তারপরও বিতর্ক এ আর্জেন্টাইন কিংবদন্তিকে তাড়িয়ে ফিরছে। এক কিউবান নারী ম্যারাডোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। ১৬ বছর বয়সে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আত্মহত্যাও নাকি করতে চেয়েছিলেন ওই নারী।
মাদকের গ্রাস থেকে নিজেকে বাঁচাতে ম্যারাডোনা তখন থাকতেন কিউবাতে। ৩৭ বছরের মেইভিস আলভারেজ রেগোর দাবী, ১৬ বছর বয়সে ম্যারাডোনার সঙ্গে তার পরিচয় হয়। বছর বিশেক আগে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। মেইভিস দাবী করেন, ম্যারাডোনার সঙ্গে তার সম্পর্ক স্থায়ী ছিল পাঁচ বছর। তবে সেসময় তিনি নির্যাতনের শিকার হন। ম্যারাডোনার সঙ্গে তিনি বুয়েন্স আয়ার্সেও যান। তবে গিয়ে ফেঁসে যান। হোটেল রুমে আটকে রাখা হয়েছিল তাকে।
বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে আলভারেজ দাবী করেন, হাভানার যে ক্লিনিকে ছিলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ম্যারাডোনা সেখানেই তাকে ধর্ষণ করে ছিলেন। ঠিক পাশের রুমেই ছিলেন তার মা। আর্জেন্টিনার বিচার-আদালত মন্ত্রণালয় ম্যারাডোনার বিরুদ্ধে আনীত আলভারেজের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
সেরা টিভি/আকিব