ইউপি নির্বাচনে নৌকা মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উদযাপন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ইউপি নির্বাচনে নৌকা মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উদযাপন - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

ইউপি নির্বাচনে নৌকা মনোনয়ন পেয়ে বোমা ফাটিয়ে উদযাপন

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

sTaসf রিপোর্টার:

রাজবাড়ী পাংশার মৌরাটে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় বোমা ফা‌টি‌য়ে উদযাপনের অভিযোগে প্রার্থী মো. হা‌বিবুর রহমান প্রামানিকের ছেলেসহ ২ জনকে আটক করেছে পু‌লিশ। তাদের কাছ থেকে ৩‌টি হাত বোমা জব্দ করা হয়।

 রবিবার দুপু‌রে আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজ এলাকা থেকে তিনটি হাতবোমাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌরাটের ইউপি চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক (৩৬) ও ইউ‌পির চর হরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।

পাংশা মডেল থানার এসআই মো. মিজানুর রহমান জানান, বাবার নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদে ১৫-২০‌টি মোটরসাইকেল নিয়ে হা‌বিবুর রহমান প্রা‌মা‌নি‌কের ছে‌লেসহ অনেকে মহড়া দেয়। পরে তারা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে বাগদু‌লি বাজা‌র এলাকার এক‌টি ব্রীজের ওপর রাস্তা আট‌কি‌য়ে উদযাপন কর‌তে থাকে। এ সময় তারা বোমা ফাটালে আত‌ঙ্কিত হয়ে প‌ড়ে এলাকাবাসী।

বোমা বিস্ফোরণের সংবাদ পে‌য়ে এসআই মো. মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে ধাওয়া ক‌রে চেয়ারম্যানের ছেলেসহ ২ জন‌কে তিন‌টি হাত বোমাসহ আটক ক‌রেন। আলামত হিসেবে ঘটনাস্থ‌লে এক‌টি বিস্ফোরিত বোমার অংশ বি‌শেষও পে‌য়েছে পুলিশ। পরে এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটকৃ‌দের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দা‌য়ের ক‌রে তাদের‌কে কো‌র্টে চালান করেছেন।

উ‌ল্লেখ্য,আগামী ৫ জানুয়ারী ৫ম ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে রাজবাড়ী পাংশা উপ‌জেলার ১০ ইউ‌নিয়‌নে নির্বাচন অনুষ্ঠিত হ‌বে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360