স্টাফ রিপোর্টার:
আগামী ১১ই ডিসেম্বর থেকে দেশের সব মহানগরে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছে পরিবহণ মালিকরা।
রবিবার সকালে, চট্টগ্রাম প্রেসক্লাবে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তবে এসময় বেশকিছু শর্ত দিয়েছেন তারা। সাথে আইডি কার্ড থাকা, সরকারি ছুটির দিন এবং মৌসুমি ছুটির সময় এই হাফ ভাড়া কার্যকর হবে না বলেও জানানো হয়।
এনায়েত উল্যাহ বলেন, মেট্রোপলিটন শহরসহ দেশের যেসব শহরে সিটি সার্ভিস চালু আছে, সেসব শহরে এই ঘোষণা কার্যকর হবে। তবে দূরপাল্লার যানবাহন কোনোভাবেই এই ঘোষণার আওতায় থাকবে না। এছাড়া সিটির বাইরে জেলা শহর ও গ্রামে আপাতত হাফ পাস চালুর কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানানো হয়।
এর আগে ৩০শে নভেম্বর ঢাকা শহরে শিক্ষার্থীদের হাফ পাস চালুর সিদ্ধান্ত দেয় বাস মালিক সমিতি। ঢাকায় ‘হাফ পাস’ সুবিধার জন্য তিনটি শর্ত দিয়েছিল পরিবহন মালিক সমিতি। একই শর্ত প্রযোজ্য হবে সারাদেশের অন্য শহরগুলোর জন্য।
এনায়েত উল্যাহ বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন হাফ পাসের আওতায় থাকবে না। হাফ পাস সুবিধা নিতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।
সেরা টিভি/আকিব