নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে বসতে না চাইলেও সোমবার বিকেল ৪টায় বসতে যাচ্ছে জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন না করাসহ নানা বিষয়ে তুলে ধরা হবে বলে জানায় দলটি। পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংলাপে রাষ্ট্রপতির সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হবে তা পরবর্তীতে জানানো হবে বলে জানান।
জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশের প্রতিটি জায়গায় দুর্নীতি ছেয়ে গেছে। দেশের মানুষ বৈষম্য ও শোষণ থেকে এখনো মুক্তি পায়নি, স্বাধীন দেশ হলেও লুণ্ঠন বন্ধ হয়নি। এই সরকারের আমলে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন জিএম কাদের।’
এসময় নির্ভরযোগ্য নির্বাচন কমিশন গঠন করার উদ্দেশ্য নিয়েই সংলাপে বসা হবে বলে জানান পার্টির প্রেসিডিয়াম সদস্যরা। দেশের জনগণের জন্য ভোট যুদ্ধের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।
এর আগে, গত ১৪ই ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানান হয়, নতুন ইসি গঠনে ২০শে ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেদিন জানান হয়, ২০শে ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন ইসি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে বসবেন রাষ্ট্রপতি। তবে স্বল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।
সেরা টিভি/আকিব