স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় যুবলীগ নেতার আত্মহত্যার ঘটনায় কারাগারে পাঠানো হয়েছে স্ত্রীকে। রবিবার বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক সোহেল রানা তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন। পরে যুবলীগ নেতার স্ত্রী সাজিয়া শারমিন উষাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য চলতি বছরের ২২ সেপ্টেম্বর আত্মহত্যার আগে যুবলীগ নেতা হোয়াটসঅ্যাপে তার স্ত্রীর উদ্দেশ্যে একটি টেক্স মেসেজ পাঠান। যেখানে তিনি স্ত্রীকে লেখেন, ‘আর পাঁচটা মানুষের মত আমার জীবন না, আমি আজ চলে যাইতেছি। মনে রাখিস তোর বেইমানি ও পরকীয়ার জন্য আত্মহত্যা করলাম আমি…’
সেরা টিভি/আকিব