চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে চলছে ভোট - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে চলছে ভোট - Shera TV
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

চতুর্থ ধাপে ৮৩৮ ইউপিতে চলছে ভোট

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট হচ্ছে ৮শ’ ৩৮টি ইউপিতে। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে একক প্রার্থী হিসেবে ৪৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ভোট হবে ৭৯০ ইউনিয়ন পরিষদে।

এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ১১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৩৫ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ৭৯০ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ৮১৪ জন।

৮৩৮ ইউপিতে মোট ভোটার এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। মোট ৯ হাজার ২২৪টি ভোটকেন্দ্রের ৪৯ হাজার ৮৩২টি ভোট কক্ষে এ ধাপে ভোট হবে। সুষ্ঠু ভোটগ্রহণে নেয়া হয়েছে সব প্রস্তুতি। ইউনিয়নগুলোর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা নির্বাচন অফিস থেকে সরঞ্জাম সংগ্রহ করছেন। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলটির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩শে ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে তা তিন দিন পিছিয়ে ২৬শে ডিসেম্বর নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ই নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360