ডেস্ক রিপোর্ট:
রাজধানীতে বহুল প্রতিক্ষিত ঢাকা নগর পরিবহন চালু করা হয়েছে। আজ রবিবার বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এই পরিবহন চালু করা হলো। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার (২৬ ডিসেম্বর) বাস রুট র্যাশনালাইজেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন প্রায় ২১ কিলোমিটারের রুটে চলাচল করবে। নতুন এই গণপরিবহনে শৃঙ্খলা ফেরার পাশাপাশি ঢাকার যানজটও নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য, যানজট ও শৃঙ্খলা ফেরাতে সরকারের পক্ষ থেকে নেয়া হয় এ উদ্যোগ।
সেরা টিভি/আকিব