অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ড: নিখোঁজদের সন্ধানে অব্যাহত অভিযান - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ড: নিখোঁজদের সন্ধানে অব্যাহত অভিযান - Shera TV
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ড: নিখোঁজদের সন্ধানে অব্যাহত অভিযান

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার:

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে আজও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২৭শে ডিসেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড। সকালে ঝালকাঠির সুগন্ধা নদী থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৪০।

পাশাপাশি নিখোঁজ যাত্রীদের স্বজনরাও নিজেদের মতো করে নদী ও নদী তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। সন্ধান না পাওয়া স্বজনদের জন্য নদীতীরে নিখোঁজ মানুষের অপেক্ষায় প্রহর কাটছে স্বজনদের। এদিকে লঞ্চ দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় শনাক্ত করা যায় নি, দুপুর ৩টা থেকে ঝালকাঠি ও বরগুনায় নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে সিআইডি।

জেলা প্রশাসক জানিয়েছেন, আরও কয়েকদিন উদ্ধার অভিযান চলবে। শনাক্তের জন্য প্রতিটি মরদেহের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে। এ পর্যন্ত প্রাণ হারানো ৩২ জনের দাফন হয়েছে। গত দু’দিনে ৭ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।

এর আগে, গত ২৩শে ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি।

তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360