শাবিপ্রবিতে বিক্ষোভ, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
শাবিপ্রবিতে বিক্ষোভ, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন - Shera TV
রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে বিক্ষোভ, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার:

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এদিকে উদ্ভুত পরিস্থিতি তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

প্রভোস্ট পদত্যাগের পর উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তাল সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা জানান, হামলার নির্দেশ দেওয়া উপাচার্যের এই পদে থাকার অধিকার নেই। শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি তাদের। এসময় তারা হল না ছাড়ারও ঘোষণা দেন।

এদিকে নির্দেশনা অনুযায়ী অল্প সংখ্যাক শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। উদ্ভুত পরিস্থিতি তদন্তে গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360