অনলাইন ডেস্ক:
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এবার খালাস চেয়ে জেল আপিল করেছেন। তার এই জেল আপিলের অ্যাডমিশনের (গ্রহণযোগ্যতার) ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।
এর আগে. মিন্নি খালাস চেয়ে ফৌজদারি আপিল করেছেন। সেটি ২০২০ সালের ৪ নভেম্বর শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানাও স্থগিত করেছেন। এখন জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলে দুটি আপিল এবং মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্সের শুনানি একইসঙ্গে হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইনজীবী জামিউল হক ফয়সাল। তিনি জানান, শুনানিতে থাকবেন আইনজীবী জেড আই খান পান্না।
সেরা টিভি/আকিব