উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ - Shera TV
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ডেস্ক রিপোর্টার:

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানদের কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি। তিনি জানান, ৯ বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। পরীক্ষায় মোট পাস করেছেন ১৩,০৬,৭১৮ জন। মোট পাসের হার ৯৫.২৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১,৮৯,১৬৯ জন।

এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করতে পারেনি। এছাড়া শতভাগ পাস করেছে ১৯৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে।

ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫৯,২৩৩ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯৫.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯,৯৭১ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৪.৮০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪,৭৩১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৭.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪,১৫৩ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৫,৩৪৯ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.২৯, জিপিএ-৫ পেয়েছেন ৩২,৮০০ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৯.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩,৭২০ জন। যশোর শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৯৮.১১ শতাংশ, এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ২০,৮৭৮ জন। ময়মনসিংহে পাসের হার ৯৫.৭১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360