সেরা ডেস্ক রিপোর্ট:
রামজানে নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজারে যে অস্বাভাবিক পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে, তা নিয়ন্ত্রণে মাঝরাতে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দিবাগত রাত ১২টায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযানে আরও অংশ নিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাশ, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল প্রমুখ।
প্রথমে অভিযান চালানো হয় লেবুর ট্রাকে। সেখানে দেখা যায়, প্রতি পিস লেবু যেখানে সংগ্রহ করা হচ্ছে ৩ থেকে ৪ টাকায়, তা খুচরা পর্যায়ে কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। এরপর বেগুনের আড়তে যেয়ে দেখা যায় প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকাররা মৌখিকভাবে পাইকারি দাম বললেও কেউই পণ্য কেনার কোনো রশিদ দেখাতে পারেনি। অতিরিক্ত দাম নেওয়ার কারণে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজের দুইজন পাইকারি ব্যবসায়ীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেরা টিভি/আকিব