যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা - Shera TV
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যে পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পর এবার একই পথ অনুসরণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। শুক্রবার পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভার সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের বরিস জনসন সরকার।

এর আগে ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর নৃশংসতার চিত্র সামনে আসার পর গত বুধবার যুক্তরাষ্ট্রের ঘোষিত সর্বশেষ দফা নিষেধাজ্ঞার নিশানা হন মারিয়া এবং ক্যাটেরিনা।

পাশাপাশি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ের ওপরও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাজ্যও একইভাবে ল্যাভরভের মেয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ল্যাভরভের মেয়ের ভ্রমণ নিষিদ্ধ এবং সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্য সরকারের হিসাবমতে, সম্প্রতি কয়েক সপ্তাহে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পদক্ষেপের সঙ্গে সমন্বিতভাবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ২৭হাজার ৫শ’ কোটি পাউন্ডের সমর তহবিল জব্দ করেছে।

ইউক্রেনে পুতিনের যুদ্ধ চালানোর তহবিল আটকে যাওয়ায় রাশিয়া এখন সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সবচেয়ে গভীর অর্থনৈতিক মন্দায় পড়তে চলেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে ২৪ ফেব্রুয়ারি থেকে। তখন থেকেই দেশটি একের পর এক পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়ছে। ইউক্রেনে রুশ বাহিনীর যুদ্ধ এবং নৃশংসতা যত বাড়ছে ততই রাশিয়ার ওপর আরও নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360