ডেস্ক রিপোর্ট:
অবশেষে জেলা প্রশাসনের সমঝোতায় রংপুরে ৩ দিন পরে ঢাকা-রংপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসন, পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের জরুরি বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলে শুক্রবার সকাল থেকে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে বেতন-ভাতা বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-রংপুর বাস ধর্মঘট শুরু হয়। হঠাৎ করে ধর্মঘট ডাকায় যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। তবে ধর্মঘটের দায় স্বীকার করেননি পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অবশেষে ৩ দিন চরম দুর্ভোগের পরে জেলা প্রশাসন ও মহানগর পুলিশের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার গভীর রাতে জরুরি বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দীক, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আলম, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপ্টন প্রমুখ।
সেরা টিভি/আকিব