ডেস্ক রিপোর্ট:
প্রতি বছরই ঈদকে কেন্দ্র করে রাজধানীতে সচল হয়ে উঠে জাল টাকার কারবারিরা। জাল টাকা তৈরি করার জন্য তারা রাজধানী ঢাকাকেই বেছে নেয়। কারণ ব্যস্ত নগরী রাজধানীর বিভিন্ন অলিগলিতে বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা অনেক সহজ। তবে জাল টাকা রাজধানীতে বসে তৈরি করলেও এর বাজারজাত করা হয় সীমান্ত এলাকা এবং সীমান্ত এলাকার বাজারগুলোতে। ঈদবাজারকে টার্গেট করে সক্রিয় সিন্ডিকেট সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ লালবাগের বেড়িবাঁধ এলাকায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালায়। তখন পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে জাল টাকা তৈরির কারখানা থেকে গ্রেফতারকৃত জাল টাকা তৈরির হোতারা।
সেরা টিভি/আকিব