শনিবার রাত পৌনে ৮টার দিকে পল্টন থানার শান্তিনগর এলাকা থেকে রসালো ফল মাল্টার ভেতর ইয়াবা বড়ি ঢুকিয়ে বহনকালে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার সদস্যরা তাকে গ্রেফতার করেছেন। এ সময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আয়াছ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াছ জানান, তিনি সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পল্টন থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকেন।