আবদুল্লাহ আল মামুন:
রাজধানীর নিউমার্কেট এলাকায় গতকাল সোমবার (১৮ এপ্রিল) রাত ১১ টায় কাপড় কিনতে যায় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী। এ সময় কাপড়ের দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ৩ শিক্ষার্থীদের বেধে রেখে মারপিট করে। পরে তাদের ছেড়েদিলে তারা ঢাকা কলেজের আবাসিক ছাত্রদের নিয়ে রাত ১২ টায় নিউ মার্কেটে ব্যাপক ভাংচুর চালায়। গতরাতের ঘটনার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্তত ৩০ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে এ পর্যন্ত। এদিকে ঢাকা কলেজের আজ মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নুরজাহান মার্কেটের একটি দোকান পুড়ে গেছে। আজকে দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যাক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করে যাচ্ছে আগুন নিভানোর জন্য। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে, ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে সংঘর্ষে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে নীলক্ষেত এলাকায় মহড়া দিচ্ছেন তারা। হল শাখা ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীরা বের হয়েছেন। এমন অবস্থায় সকাল থেকে উত্তপ্ত হয়ে আছে পুরো এলাকা। এদিকে সংঘর্ষ দ্রুতই থামানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের পুলিশ, কমিশনার সাহেব, আইজি সাহেব তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিচ্ছেন, ঈদের মার্কেটও চলছে। সবকিছুর ওপর নজর রেখেই চরম ধৈর্য্যের সঙ্গে আমাদের পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছেন, আইজি সাহেব তদারকি করছেন। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে চলে আসবে।