ঈদের ছুটি শুরুর আগেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারের অপেক্ষায় আটকে আছে অন্তত ছয়শ যানবাহন। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় গাড়ির সারি রয়েছে। এরমধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা প্রায় একশ। আজ বুধবার দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার শিহাব উদ্দিন সমকালকে জানান, পচনশীল পণ্যবাহী যান, যাত্রীবাহী বাস ও জরুরি গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।