রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বার বার সংঘর্ষে স্থবির হয়ে পরে পুরো এলাকা। বন্ধ ছিল আশেপাশের অন্তত ২০ টি মার্কেটের ব্যবসা- বাণিজ্য। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কেনাকাটায় চলছিলো পুরো মৌসুম। এমন অবস্থা চলতে থাকলে প্রতিদিন লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০০ কোটি টাকা। তাই আজ বুধবার থেকে সব মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
গত দুই বছরে করোনা মহামারির প্রকোপে স্থবির ছিল পুরো বিশ্ব। ব্যবসা- বাণিজ্য হয়েছে প্রচণ্ড ক্ষতিগ্রস্থ। তাই এবার ঈদ বাজারে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা। কিন্তু সংঘর্ষের কারণে ব্যবসা বন্ধ থাকলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
গত সোমবার দিবাগত মধ্যরাত থেকে নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে রাতে পরিস্থিতি শান্ত হলেও গতকাল মঙ্গলবার সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন গতকাল বলেন, ‘আমরা কোনো সংঘর্ষে জড়াতে চাই না। মার্কেট বন্ধের কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা যেভাবেই হোক কাল (আজ) থেকে মার্কেট খুলে দেব। আশা করছি মার্কেট খোলা হলে পুলিশ আমাদের নিরাপত্তা দেবে।