দেশের আগামী নির্বাচনসহ মানবাধিকার ও বিভিন্ন বিষয়ে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মতবিনিময় করেছে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার দুপুরবেলা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। আমীর খসরু সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে, রোহিঙ্গার ব্যাপারে আলাপ হয়েছে। তিনি বলেন, মূলত দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশের নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
সেরা টিভি/আকিব