রাজধানীর নিউমার্কেট এলাকায় দুইদিন ব্যাপী ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় কুরিয়ারকর্মী নাহিদ হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুজনকে
শনাক্ত করেছে পুলিশ। তারা দুজনই ঢাকা কলেজের ছাত্র। তারা ঢাকা কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একজন নেতার অনুসারী। ঢাকা কলেজে ছাত্রলীগের কোন কমিটি না থাকার পরেও ছাত্রলীগের বেশ প্রভাব রয়েছে।
তাছাড়াও মঙ্গলবার যাদের ধারালো অস্ত্র নিয়ে রাজপথে দেখা গেছে তারাও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সংঘর্ষের সময় ঢাকা কলেজের শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ীদের পক্ষ থেকেও ধারালো অস্ত্রসহ কিছু হেলমেট পরিহিতদের দেখা যায় মারমুখি ভুমিকায়। তাদেরকেও সনাক্তের কাজ চলছে।